ইয়ের নামঃ বিপিনের সংসার
লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীঃ প্রিয় প্রকাশন
পৃষ্ঠা: ১৬০
মুদ্রিত মুল্য: ২৮৫ টাকা
গ্রাম বাংলার সৌন্দর্য ও সাংসারিক জীবনকে কেন্দ্র করে লিখা অসাধারণ এক উপন্যাস। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি সেটি হচ্ছে, বইয়ের নামের সাথে বইয়ের বিষয় বস্তুর পুরোপুরি মিল রয়েছে। গ্রামবাংলার ব্রাহ্মণ বংশের ছেলে বিপিন, যে এই উপন্যাসের প্রধান চরিত্র। কাজ করে জমিদার বাড়ির নায়েব হিসেবে। পরিবারে রয়েছে মা, স্ত্রী, ছোটো ভাই আর বিধবা বোন। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, বিপিন এই সংসারের গণ্ডী ছাড়িয়ে তার মনোজগতে বিচরণ করে দুই বিবাহিতা যুবতী নারী, মাতৃস্থানীয়া এক নারী, যাদের মূল্য বিপিনের সংসারের সদস্যের চেয়ে কম নয়। প্রতিটি চরিত্রই লেখক স্বভাবসিদ্ধ ভঙ্গীতে এঁকেছেন। নামকরণ পড়ে একেবারেই বুঝতে পারিনি যে উপন্যাসের ঘটনাপ্রবাহ আমার কল্পনাজগত থেকে আলাদা হবে। একদিক থেকে এটির নামকরণ উপযুক্ত নয় কিন্তু অন্যদিক থেকে এর চেয়ে উপযুক্ত শিরোনাম আর হয় না। আরেক টি চমৎকার দিক উপন্যাসটির চরিত্রগুলো। প্রতিটি চরিত্রই লেখক স্বভাবসিদ্ধ ভঙ্গীতে এঁকেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মুগ্ধতা লেখায় ঘুরেফিরে এসেছে। সবমিলিয়ে ভিন্ন স্বাদের এক উপন্যাস।
Reviews
There are no reviews yet.